Raksha bandhan 2024 । এবছর রাখি বন্ধনের অর্ধেক দিন ভদ্রার কালো ছায়া! জানুন রাখি বাঁধার শুভ সময় কখন?

Sunday, August 18 2024, 2:49 pm
Raksha bandhan 2024 । এবছর রাখি বন্ধনের অর্ধেক দিন ভদ্রার কালো ছায়া! জানুন রাখি বাঁধার শুভ সময় কখন?
highlightKey Highlights

বৈদিক ক্যালেন্ডার অনুসারে, এবছর ভদ্রা ১৯ আগস্ট রাখি বন্ধনের অর্ধেক দিন থাকবে।


রাত পোহালেই রাখি পূর্ণিমা অর্থাৎ ভাই ও বোনের মধ্যে ভালোবাসার উৎসব। এবছর ১৯ আগস্ট পালিত হবে রাখি উৎসব। বৈদিক ক্যালেন্ডার অনুসারে, এবছর ভদ্রা ১৯ আগস্ট রাখি বন্ধনের অর্ধেক দিন থাকবে। ১৯ অগস্ট ভদ্রা সূর্যোদয়ের আগে শুরু হবে এবং প্রায় দুপুর ০১ টা ২৯ মিনিট পর্যন্ত চলবে। এমন পরিস্থিতিতে ভদ্রা শেষ হলেই রাখি বন্ধন উৎসব পালন করা উচিত। রাখি বাঁধার শুভ সময়: ১৯ অগস্ট দুপুর ০১ টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File