IPL 2025 KKR | ঘরের মাঠে IPL ২০২৫ উদ্বোধনী ম্যাচ খেলবে নাইটরা, দেখে নিন কেকেআরের সম্পূর্ন খেলোয়াড় তালিকা

Sunday, February 16 2025, 4:14 pm
highlightKey Highlights

২২ মার্চ ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর IPL২০২৫ এর উদ্বোধনী ম্যাচ হতে চলেছে। দেখে নিন কেকেআরের সম্পূর্ন খেলোয়াড় তালিকা।


২২ মার্চ ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর IPL২০২৫ এর উদ্বোধনী ম্যাচ হতে চলেছে। তবে এখনও ক্যাপ্টেনের নাম ঘোষণা করেনি নাইটরা। কলকাতা নাইট রাইডার্সের ফুল স্কোয়াড: ভেঙ্কটেশ আইয়ার, এনরিক নরকিয়া, কুইন্টন ডি'কক, অংকৃষ রঘুবংশী, স্পেন্সর জনসন, মইন আলি, রহমানউল্লাহ গুরবাজ, বৈভব অরোরা, অজিঙ্কা রাহানে, রোভম্যান পাওয়েল, উমরান মালিক, মণীশ পাণ্ডে, অনুকূল রায়, লুভিন্থ শিশোদিয়া, মায়াঙ্ক মার্কণ্ডে, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, হর্ষিত রানা, রমনদীপ সিং।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File