KMRCL | ২০২৬ সালের পুজোর আগেই বাড়িতে ফিরবে বউবাজারের গৃহহীনরা! জানালেন ফিরহাদ হাকিম

২০২৬ সালের পুজোর আগে বউবাজারে বাড়ি তৈরি করে দেওয়ার জন্য KMRCL-কে নির্দেশ দিলেন।
৬ বছর আগে মেট্রোর লাইন পাতার জন্যে বউবাজারে দুর্গাপিতুরি ও স্যাকড়াপাড়া লেনে ১৪টি বাড়ি ভেঙে পড়েছিল, ৭৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। নতুন মেট্রো রুটের উদ্বোধন হয়েছে। তবে বউবাজারের গৃহহীনরা নিজেদের বাড়ি ফিরে পাননি। সোমবার বৈঠক করে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের (KMRCL) প্রতিনিধিদের মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দিলেন ২০২৬এর পুজোর মধ্যে মেট্রো বিপর্যয়ে গৃহহীনদের পাকাপাকি ভাবে ঘরে ফেরার ব্যবস্থা করতে হবে। ফিরহাদ বলেন, ‘আমরা ন’মাসের মধ্যে বউবাজারের ভেঙে পড়া বাড়িগুলো নতুন ভাবে করে দিতে বলেছি।’