শহরে ফের ভ্যাকসিন সংকট! বিজ্ঞপ্তি স্বত্বেও অমিল কোভিশিল্ডের ডোজ
Thursday, December 21 2023, 2:26 pm
Key Highlightsগত শনিবার অর্থাৎ ৭ই আগস্ট, ২০২১ প্রশাসকমণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম (ববি) জানিয়েছেন, "শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য করোনা টিকাকরণ বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গে ফের করোনা বাড়ানোর চক্রান্ত চলছে। করোনার মারণ প্রকোপ থেকে জনগণকে বাঁচাতে কতটা ভ্যাকসিন দরকার তার হিসেব না করে প্রধানমন্ত্রী শুধুই রাজনীতি করে চলেছেন।" কিন্তু শনিবার রাতে রাজ্যে ৩ লক্ষ ৫৭ হাজার ২৪০ ও কলকাতায় ১ লক্ষ ডোজ কোভিশিল্ড এসেছে। রাতারাতি পুরসভার পক্ষ থেকে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ হলেও ফের ভ্যাকসিন সংকটের কারণে মঙ্গলবার থেকে ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে শহরের সমস্ত কোভিশিল্ড সেন্টার।
- Related topics -
- জেলা
- করোনা টিকা
- কোভিশিল্ড
- কলকাতা পৌরসভা
- স্বাস্থ্য
- শহর কলকাতা

