KL Rahul-Athiya Shetty | কেএল রাহুল-অথিয়ার ঘর আলো করে এলো 'ছোট্ট লক্ষ্মী'! কী প্রতিক্রিয়া দিলেন দাদু সুনীল শেট্টি?

Tuesday, March 25 2025, 7:18 am
highlightKey Highlights

কেএল রাহুল ও অথিয়া শেট্টির কন্যা সন্তানের জন্ম হয়েছে। বলিউড ও ক্রিকেট জগত উচ্ছ্বসিত।


ভারতের ক্রিকেট মহলে খুশির হাওয়া, সোমবার কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী অথিয়া শেট্টি ও ক্রিকেটার কেএল রাহুল। উভয়ে গতকাল তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই সুখবর জানাতেই শুভেচ্ছা বার্তা আসতে থাকে বিনোদন ও ক্রীড়া জগত থেকে। তবে প্রতিক্রিয়া দিলেন 'দাদু' অভিনেতা সুনীল শেট্টি? জামাই কেএল রাহুল এবং কন্যা অথিয়ার সোশ্যাল মিডিয়া পোস্টে সুনীল শেট্টি কমেন্ট করে হার্ট এবং ‘দুষ্টু চোখ’ ইমোজি শেয়ার করেছেন। এমনকি সেই পোস্টটি তিনিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File