KKR vs RR | ভরদুপুরে নাইটদের সাথে খেলতে নামছে রাজস্থান, একনজরে দুদলের সম্ভাব্য দ্বাদশ

আজ দুপুর ৩.৩০টায় কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস হাড্ডাহাড্ডি লড়াই। কে কে খেলছে আজ?
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য দ্বাদশ: রহমানুল্লা গুরবাজ, সুনীল নারিন, অজিঙ্ক রাহানে, অংকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল/মইন আলি, রমনদীপ সিং/অনুকূল রায়, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা। রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দ্বাদশ: যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, নীতীশ রানা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, শুভম দুবে, জোফ্রা আর্চার, মহেশ থিকসানা/ওয়ানিন্দু হাসারঙ্গা, ফজলহক ফারুকি/কোয়েনা মাপাখা, আকাশ মাধওয়াল, যুধবীর সিং/কুমার কার্তিকেয়।