মার্কিন টি-২০ লিগে হাজির শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স !
Tuesday, December 1 2020, 11:17 am
Key Highlightsআমেরিকার মেজর ক্রিকেট লিগে এবার কেকেআর। ২০২২ সালে এই লিগ শুরু হবে এবং প্রথম বছর থেকেই শাহরুখ খানের নাইট রাইডার্স এই লিগের অন্যতম অংশ হবে। তবে প্রথম বছরেই হয়তো টিম নামাবে না নাইট রাইডার্স কর্তৃপক্ষ। আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইসের সঙ্গে ইতিমধ্যেই এই বিষয়ে চুক্তি হয়েছে নাইট রাইডার্সের। পরবর্তীকালে একটি দলের মালিকানা পাওয়ার কথা নাইট কর্তৃপক্ষের। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ট্রিনব্যাগো নাইট রাইডার্স নিয়ে ইতিমধ্যেই অত্যন্ত সফল বলিউডের কিং খান। নাইট রাইডার্সের সঙ্গে কথা অনেকটাই পাকা ইংল্যান্ডের হান্ড্রেড লিগেরও। কেকেআর মালিক শাহরুখ খান ইতিমধ্যেই একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, তারা নাইট রাইডার্স ব্র্যান্ড-কে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন।
- Related topics -
- খেলাধুলা
- কেকেআর
- শাহরুখ খান
- কলকাতা নাইট রাইডার্স
- ক্রিকেট

