খেলাধুলা

IPL Auction 2025 । "ওল্ড ইজ গোল্ড", বাজেট ছিল ৫১ কোটি, প্রায় অর্ধেক টাকা খরচ করে আইয়ারকে ফেরালো কেকেআর

IPL Auction 2025 ।  "ওল্ড ইজ গোল্ড", বাজেট ছিল ৫১ কোটি, প্রায় অর্ধেক টাকা খরচ করে আইয়ারকে ফেরালো কেকেআর
Key Highlights

আইপিএলের মেগা নিলামে সেফ খেললো কেকেআর। ২৩.৭৫ কোটি টাকায় ভেঙ্কটেশ আইয়ারকে ফের দলে ফেরালো কলকাতা নাইট রাইডার্স।

আইপিএলের মেগা নিলামে সেফ খেললো কেকেআর। ২৩.৭৫ কোটি টাকায় ভেঙ্কটেশ আইয়ারকে ফের দলে ফেরালো কলকাতা নাইট রাইডার্স। এদিন ৫১ কোটি টাকা নিয়ে নিলামে বসেছিল কলকাতা। পুরনো ক্রিকেটারকে দলে ফেরাতেই প্রায় অর্ধেক টাকা শেষ তাদের। কলকাতার সঙ্গে ভেঙ্কটেশের সম্পর্ক বেশ পুরোনো। গত বছর আইপিএলে অর্ধশতরান করে দলকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। তাই প্রথম বিডেই ভেঙ্কিকে দলে নিলো কলকাতা।