'KKR Retention | প্রকাশ্যে আইপিএল ২০২৫ এর জন্য কেকেআরের রিটেনশন তালিকা! কে কে রয়েছে তাতে?

Thursday, October 31 2024, 1:45 pm
'KKR Retention | প্রকাশ্যে আইপিএল ২০২৫ এর জন্য কেকেআরের রিটেনশন তালিকা! কে কে রয়েছে তাতে?
highlightKey Highlights

দীপাবলির সন্ধ্যায় প্রকাশ্যে এল আইপিএল ২০২৫র জন্য কাদের ধরে রাখছে কেকেআর।


আইপিএল ২০২৫ এর জন্য শুরু হয়ে গেল তোড়জোড়। আজ, দীপাবলির সন্ধ্যায় প্রকাশ্যে এল আইপিএল ২০২৫র জন্য কাদের ধরে রাখছে কেকেআর। তালিকায় প্রথম নামটিই রিঙ্কু সিংয়ের। তিনি পাচ্ছেন ১৩ কোটি। এছাড়াও সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীকেও দেওয়া হবে ১২ কোটি। রাসেলও ১২ কোটিই পাবেন। হর্ষিত রানা ও রমনদীপ সিং দুজনেই পাবেন ৪ কোটি টাকা করে। অর্থাৎ, গতবারের চ্যাম্পিয়ন দলের বড়ো অংশকেই ধরে রাখছে শাহরুখের দল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File