IPL Auction 2025 । শেষ হলো আইপিএল মেগা নিলাম ২০২৫ এর প্রথম দিনের দরদাম , KKR সন্তুষ্ট ৫ ক্রিকেটারে

Sunday, November 24 2024, 5:34 pm
IPL Auction 2025 । শেষ হলো আইপিএল মেগা নিলাম ২০২৫ এর প্রথম দিনের দরদাম , KKR সন্তুষ্ট ৫ ক্রিকেটারে
highlightKey Highlights

আইপিএল মেগা নিলামের প্রথম দিনে ৫১ কোটির বাজেট নিয়ে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। নিলাম শেষে ৫জন ক্রিকেটার কিনলো তারা।


আইপিএল মেগা নিলামে ২০২৫ এর প্রথম দিনে জেদ্দায় ৫১ কোটির বাজেট নিয়ে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। নিলাম শেষে ৫জন ক্রিকেটার কিনলো তারা।  ২৩.৭৫ কোটি টাকায় ভেঙ্কটেশ আইয়ারকে ফের দলে ফেরালো কেকেআর। ৬ কোটি ৫০ লক্ষতে বোলার আনরিচ নোখিয়া এলো দলে। অঙ্গকৃষ রঘুবংশীকে ৩ কোটি টাকায় কিনেছে কেকেআর। নিলামের শেষবেলায় কুইন্টন ডি কক এবং রহমানুল্লাহ গুরবাজকে যথাক্রমে ৩.৬০ কোটি ও ২ কোটিতে  কিনেছে কলকাতা। সোমবার আবারও হবে নিলাম, কলকাতাবাসীর নজর থাকবে সেদিকেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File