পুজোয় নয় চলতি বছরের শীতেই মুক্তি পেতে চলেছে ‘কিশমিশ’, জানালেন প্রযোজক অভিনেতা দেব

Wednesday, August 11 2021, 4:49 am
পুজোয় নয় চলতি বছরের শীতেই মুক্তি পেতে চলেছে ‘কিশমিশ’, জানালেন প্রযোজক অভিনেতা দেব
highlightKey Highlights

রাহুল মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি ‘কিশমিশ’ এর স্বাদ চলতি বছরের শীতেই পেতে চলেছেন দর্শক। বহু প্রতীক্ষিত ছবি ‘কিশমিশ’ অবশেষে মুক্তি পাবে শীতে, এমনটাই মঙ্গলবার নেটমাধ্যমে ঘোষণা করলেন প্রযোজক অভিনেতা দেব। অতিমারির কারণে শ্যুট পিছিয়ে যাওয়ায় ছবিমুক্তির দিন পিছিয়ে গিয়েছিল তবে অবশেষে ঘোষণা করা হল ছবিমুক্তির সময়। এই ছবির মাধ্যমেই পর্দায় ছ’বার জুটি বাঁধলেন দেব-রুক্মিণী মৈত্র। এছাড়াও এই ছবিতে দেখা যাবে কমলেশ্বর মুখোপাধ্যায়, জুন মালিয়া, অঞ্জনা বসু, খরাজ মুখোপাধ্যায়ের মতো দাপুটে অভিনেতাদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File