Kishenji | আত্মসমর্পণ মাও নেতা কিষেনজির স্ত্রী সুজাতার! তেলেঙ্গানা পুলিশের কাছে ধরা দিলেন আরও তিন
Saturday, September 13 2025, 3:27 pm
Key Highlightsতেলেঙ্গানা পুলিশের কাছে তিনি ও তাঁর তিন মহিলা সঙ্গী ধরা দিয়েছেন বলে জানা যাচ্ছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে।
মাও বিরোধী অভিযানে বড়ো সাফল্য। তেলেঙ্গানা পুলিশের হাতে আত্মসমর্পণ করলেন মাওবাদী নেতা কিষেণজির স্ত্রী নেত্রী সুজাতা। তাঁর মাথার দাম ছিল ১ কোটি টাকা। দীর্ঘ চার দশকের সশস্ত্র লড়াই শেষে আত্মসমর্পণ করলেন তিনি। তুতো ভাই প্যাটেল সুধাকর রেড্ডির হাত ধরেই বিপ্লবে হাতেখড়ি হয় সুজাতার। ১৯৮৪এ তিনি প্রবীণ মাওবাদী নেতা মালোজুলা কোটেশ্বর রাও ওরফে কিষেণজিকে বিয়ে করেন। ২০১১ সালে পশ্চিমবঙ্গে এক এনকাউন্টারে কিষেণজি নিহত হলে নেত্রী হিসেবে সুজাতা সক্রিয় হয়ে ওঠে। তাঁর আত্মসমর্পনে মাও কার্যকলাপ বড়ো ধাক্কা খাবে।
- Related topics -
- দেশ
- মাওবাদী
- গ্রেফতার
- তেলেঙ্গানা
- তেলেঙ্গানা সরকার

