Laapataa Ladies | ২০২৫ এর অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত কিরণ রাওয়ের 'লাপাতা লেডিস'
কিরণ রাওয়ের "লাপাতা লেডিস" ২০২৫ সালের অস্কারের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে।
অস্কার ২০২৫এ ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে বেছে নেওয়া হলো কিরণ রাওয়ের 'লাপাতা লেডিস'। সম্প্রতি কিরণ জানিয়েছিলেন তিনি নিশ্চিত যে, ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া (এফএফআই) সেরা ছবি বেছে নেবে। 'লাপাতা লেডিজ' ২০০১ সালের প্রেক্ষাপটে গ্রামীণ ভারতের দুটি মেয়ের একটি হৃদয়গ্রাহী গল্প নিয়ে তৈরী এক হিন্দি চলচ্চিত্র। যারা দুর্ঘটনাক্রমে ট্রেনে করে যাওয়ার সময় অদলবদল হয়ে যায়। ছবিটি প্রযোজনা করেছে রাওয়ের কিন্ডলিং প্রোডাকশনস এবং আমির খান প্রোডাকশন।
- Related topics -
- বিনোদন
- অস্কার পুরস্কার
- অস্কার মনোনয়ন
- বলিউড
- হিন্দি
- ভাইরাল