বিনোদন

SRK Birthday | মন্নতের ছাদে নয়, প্রথা ভেঙে ভক্তদের সঙ্গে একান্তে জন্মদিন পালন করলেন 'কিং' খান

SRK Birthday | মন্নতের ছাদে নয়, প্রথা ভেঙে ভক্তদের সঙ্গে একান্তে জন্মদিন পালন করলেন 'কিং' খান
Key Highlights

এবছর প্রথা ভেঙে মন্নতের ছাদে নয়, বরং ভক্তদের সঙ্গে একান্তে জন্মদিন পালন করলেন শাহরুখ!

আজ বলিউড বাদশাহ, শাহরুখ খানের জন্মদিন। প্রত্যেক বছরের মতোই প্রাসাদোপম মন্নতের বাইরে প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে ভিড় ভক্তদের। চাই একবারের জন্য কিং খানের দর্শন। কিন্তু এবছর প্রথা ভেঙে মন্নতের ছাদে নয়, বরং ভক্তদের সঙ্গে একান্তে জন্মদিন পালন করলেন শাহরুখ! সাদামাটা পোশাকেই পৌঁছে গেলেন মন্নতের অনতিদূরে বান্দ্রার বালগন্ধর্ব রং মন্দিরে। শাহরুখ খানের এক ফ্যানক্লাবই আয়োজন করেছিল এই অনুষ্ঠান। সেখানে নাচতেও দেখা গেল শাহরুখকে। এদিকে এবার মেয়ে সুহানাও নাকি বাবার জন্য বিশেষভাবে জন্মদিনের আয়োজন করেছেন।