আন্তর্জাতিক

North Korea । বোমা বহনে সক্ষম মিসাইলের পরীক্ষা করলো কিম জন উনের দেশ উত্তর কোরিয়া!

North Korea । বোমা বহনে সক্ষম মিসাইলের পরীক্ষা করলো কিম জন উনের দেশ উত্তর কোরিয়া!
Key Highlights

মিসাইল প্রযুক্তিতে যোজন এগিয়ে গেল কিম জন উনের দেশ উত্তর কোরিয়া।

 মিসাইল প্রযুক্তিতে যোজন এগিয়ে গেল কিম জন উনের দেশ উত্তর কোরিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্প্রতি সামরিক চুক্তি করেছেন কিম। আমেরিকার দাবি, দুদেশই অত্যাধুনিক হাতিয়ারের আদানপ্রদান করছে। এই আবহে অতিবৃহৎ আণবিক বোমা বহনে সক্ষম মিসাইলের পরীক্ষা করলো পিয়ংইয়ং। জানা গিয়েছে, ওই একেকটি বোমার ওজন প্রায় ৪.৫ টন। যা বহুদূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। উল্লেখ্য, যুদ্ধকালীন তৎপরতায় অস্ত্রশস্ত্র ও মিসাইল তৈরি হচ্ছে উত্তর কোরিয়ায়। গোটা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছেন সর্বাধিনায়ক কিম।