বিনোদন

Kiff 2025 | কলকাতা সিনে উৎসবের চতুর্থ দিনে কোন ছবি প্রদর্শিত হবে নন্দনে? দেখে নিন একনজরে

Kiff 2025 | কলকাতা সিনে উৎসবের চতুর্থ দিনে কোন ছবি প্রদর্শিত হবে নন্দনে? দেখে নিন একনজরে
Key Highlights

সিনে উৎসবের চতুর্থ দিনে কোন প্রেক্ষাগৃহে কোন ছবি প্রদর্শিত হবে জেনে নিন।

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিন, ১০ নভেম্বরে সকাল ৯টায় নন্দন ১এ থাকছে বিদেশী ছবি ‘লস রেনাসিডোস’, বিকেল ৪.৩০টায় দেখতে পাবেন আমেরিকার ছবি ‘লেট ফেম’। নন্দন ২তে দুপুর ১.৩০টায় থাকছে ত্রিবেণী রায়ের ছবি ‘ছোরা জাসতাই’, বিকেল ৬.৩০টায় প্রদর্শিত হবে ফ্রান্সের ছবি ‘প্রমিস লা সিয়েল’। নন্দন ৩ এ এদিন দুপুর ২টায় দেখানো হবে ‘কুহাসে কা গীত’, বিকেল ৫টায় থাকছে ‘সুকাল: পাপেট হিমসেলফ’। এদিন শিশির মঞ্চে এদিন দুপুর ১.৩০টায় প্রদর্শিত হবে ‘বেলি অফ হোয়েল’, সন্ধ্যা ৬.৩০টায় প্রদর্শিত হবে ‘দ্য এলিফ্যান্ট হেভেন’।