Kiara-Siddharth | কিয়ারা-সিদ্ধার্থের সংসারে আসছে নতুন সদস্য! দাম্পত্য জীবনের ২ বছর পূর্ণ হতেই সুখবর দিলেন সেলিব্রিটি জুটি!

Friday, February 28 2025, 12:17 pm
highlightKey Highlights

বলিউডে খুশির হাওয়া। কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে আসতে চলেছে নতুন সদস্য।


বলিউডে খুশির হাওয়া। কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে আসতে চলেছে নতুন সদস্য। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি জয়সলমেঢ়ে রাজকীয়ভাবে বিবাহের বন্ধনে আবদ্ধ হন সেলিব্রিটি দম্পতি। সদ্য বিয়ের দু বছর পার করেছেন তারা। দাম্পত্য জীবনের দুবছর কাটতেই সুখবর দিলেন সিদ্ধার্থ কিয়ারা। শুক্রবার দুই থেকে তিন হওয়ার খবর দিলেন বলিউড দম্পতি। তারকাদম্পতির হাতের ওপর ছোট্ট একজোড়া সাদা উলের মোজার ছবি শেয়ার করে কিয়ারা ও সিদ্ধার্থ লেখেন ‘জীবনের সবথেকে দামি উপহার।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File