ফের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হল বিজেপির স্টার নেত্রী খুশবু সুন্দরের
Tuesday, July 20 2021, 2:43 pm
Key Highlights২০২০-তে এপ্রিলের পর আবারও হ্যাক হয় বিজেপির স্টার নেত্রী খুশবু সুন্দরের। বিজেপি নেত্রীর সমস্ত টুইট তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দেয় হ্যাকাররা। এছাড়া হ্যাকাররা পাল্টে দিয়েছে তার কভার ফটোও। প্রসঙ্গত, রজনীকান্তের পরবর্তী ছবিতে রজনীকান্তের স্ত্রীর চরিত্রে কামব্যাক করছেন খুশবু সুন্দর। আবার পর্দায় দেখা যাবে এই অভিনেত্রীকে। ছবির ডিরেক্টর হিসেবে রয়েছেন সিরুথাই শিবা। জানা গিয়েছে, এবারে হ্যাকাররা খুশবু সুন্দরের অ্যাকাউন্টের নাম বদলে Briann করে দেয়।
- Related topics -
- সেলিব্রিটি
- খুশবু সুন্দর
- বিজেপি
- সাইবার ক্রাইম
- টুইটার
- হ্যাক

