Khamenei | ‘ শাস্তি পেতেই হবে..’! মার্কিন হামলার পর মুখ খুললেন আয়াতোল্লা খামেনেই!
Monday, June 23 2025, 5:22 am
Key Highlightsরবিবার রাতে ইরানের তিনটি পরমাণুকেন্দ্র ফরদো, নাতানজ ও ইসফাহান লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বমারু বিমান বি২।
রবিবার রাতে ইরানের তিনটি পরমাণুকেন্দ্র ফরদো, নাতানজ ও ইসফাহান লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বমারু বিমান বি২। এই হামলার পর অবশেষে মুখ খুললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেই। কারও নাম না করে ইজরায়েলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘শত্রু বড় অপরাধ করে ফেলেছে। এর শাস্তি ওদের পেতেই হবে। জায়ানবাদী (ইহুদি মতাদর্শ) শত্রুরা বড় ভুল করে ফেলেছে। যে অপরাধ ওরা করেছে তার শাস্তি ওদের পেতেই হবে। ইতিমধ্যেই ওই অপরাধীদের শাস্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী দিনেও তা জারি থাকবে।’

