খেলাধুলা

Khalid Jamil | জামশেদপুর FC-কে বিদায় দিয়ে এবার ভারতীয় দলের দায়িত্ব নিলেন কোচ খালিদ জামিল

Khalid Jamil | জামশেদপুর FC-কে বিদায় দিয়ে এবার ভারতীয় দলের দায়িত্ব নিলেন কোচ খালিদ জামিল
Key Highlights

জামশেদপুর এফসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বুধবার আনুষ্ঠানিক ভাবে ভারতের কোচ হিসেবে দায়িত্ব নিলেন খালিদ।

আন্তর্জাতিক ফুটবলে ভারতের পুরুষ দলের সময়টা বিশেষ ভালো যাচ্ছে না। একের পর এক বড় টুর্নামেন্টে খেলা অনিশ্চিত হওয়া, ফিফা র‍্যাঙ্কিংয়ে অবনতি ঘটে, একের পর এক কোচ বদল ইত্যাদি সমস্যায় জর্জরিত পুরুষদের জাতীয় দল। এই পরিস্থিতিতে ভারতীয় কোচ খালিদ জামিলের উপরে ভরসা করছে AIFF। জামশেদপুর এফসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বুধবার আনুষ্ঠানিক ভাবে দুই বছরের চুক্তিতে ভারতীয় দলের হেড কোচ হচ্ছেন খালিদ। ১৫ অগস্ট থেকে ফুটবলারদের ট্রেনিং দেবেন তিনি। জাতীয় দলের কোচ হিসেবে CAFA নেশন্স কাপ খালিদের প্রথম টুর্নামেন্ট।