Khalid Jamil | ভারত পেল নতুন ফুটবল দলের কোচ, জল্পনাতে শিলমোহর দিয়ে দায়িত্ব পেলেন খালিদ জামিল!

Friday, August 1 2025, 8:35 am
highlightKey Highlights

জল্পনাতেই শিলমোহর, ভারতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ করা হলো খালিদ জামিলকে।


জল্পনাতেই শিলমোহর, ভারতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ করা হলো খালিদ জামিলকে। ১৭০টা আবেদনের মধ্যে থেকে ৩ জনের নাম চূড়ান্ত করেছিল AIFF এর টেকনিক্যাল কমিটি। তার মধ্যে থেকে বেছে নেওয়া হয় জামিলকে। তবে কত বছরের জন্য খালিদ জামিলকে ভারতীয় ফুটবল দলের কোচ করা হয়েছে সেটা জানানো হয়নি। উল্লেখ্য, বিগত বেশ কিছু সময় ধরে ভারতের ফুটবল সিনিয়র পুরুষ দলের ব্যাপক পতন দেখা গিয়েছে। যা সদ্য প্রাক্তন কোচ মানোলো মার্কেসের হাত ধরে আরও বাড়ে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File