Sourav Ganguly | ‘খাকি ২’ এর প্রোমোশনে 'খাকি' পোশাকে প্রিন্স অফ ক্যালকাটা! সিরিজের প্রচারে পুলিশ সাজলেন সৌরভ

Thursday, March 6 2025, 2:08 pm
highlightKey Highlights

‘খাকি ২’তে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অভিনয় দেখা যাবে না, তবে প্রমোশনাল ভিডিয়োতে তাঁর উপস্থিতি দর্শকদের মনে বেশ উত্তেজনা তৈরি করেছে।


২০ মার্চ মুক্তি পাচ্ছে নীরজ পান্ডে পরিচালিত ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’। এই ওয়েব সিরিজে বিহারের অপরাধ জগত আর বাংলার অপরাধ জগতের অন্ধকার দিকগুলি তুলে ধরা হবে। সিরিজে রয়েছেন দুই সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিৎ। বুধবার সিরিজের ট্রেলার প্রকাশ্যে আসতেই শহরজুড়ে বয়েছে 'খাকি' ঝড়। এর মাঝে পুলিশের পোশাকে কলকাতার দাদা 'সৌরভ গাঙ্গুলী'র ছবি প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে অভিনয় নয়, সিরিজের হয়ে প্রমোশননাল ভিডিওর শুটিং করছেন সৌরভ। তাই তিনি পরেছেন পুলিশের পোশাক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File