আন্তর্জাতিক

Donald Trump | ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক! প্রভাব পড়তে চলেছে কোন কোন বানিজ্যপণ্যে?

Donald Trump | ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক! প্রভাব পড়তে চলেছে কোন কোন বানিজ্যপণ্যে?
Key Highlights

ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ কর চাপিয়েছে আমেরিকা। তার জেরে বেশ কিছু রপ্তানিক্ষেত্রে বড়সড় ধাক্কা লাগতে চলেছে বলে মত বিশ্লেষকমহলের।

রাশিয়া থেকে তেল কেনার অপরাধে বুধবার ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ২১ দিন পর ২৭ আগস্ট থেকে কার্যকর হবে নয়া শুল্কনীতি। তার জেরে যে রপ্তানিক্ষেত্রগুলিতে বড়সড় ধাক্কা লাগতে চলেছে তা হলো চর্মজাত দ্রব্য, রাসায়নিক, পোশাক, গয়না এবং চিংড়ি মাছ। আমেরিকার বাজারে সবথেকে বেশি বস্ত্রের জোগান দেয় ভারত। বিভিন্ন প্রকার বস্ত্রের উপর যথাক্রমে ৬৩.৯ শতাংশ এবং ৬০.৩ শতাংশ এবং রাসায়নিকের উপর ৫৪ শতাংশ শুল্ক চাপবে। চড়া শুল্কের কারণে প্রভাব পড়বে ভারতীয় অর্থনীতিতে, মত বিশ্লেষকমহলের।