গুরুতর চোটের কারণে kevin de bruyne র ইউরোপা খেলা অনিশ্চিত
Sunday, May 30 2021, 3:23 pm
Key Highlightsচেলসির কাছে চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল হারার হতাশা যেমন তাড়িয়ে বেড়াচ্ছে তেমনি ১৩ই জুন ইউরোকাপের প্রথম ম্যাচের ইংল্যান্ডের হয়ে ত্রুয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামার অনিশ্চয়তায় kevin de bruyne কে হতাশ থেকে আরো হতাশাতরো করে তুলেছে। ফাইনালের দ্বিতীয়ার্ধে সিটি যখন ১-0 গোলে পিছিয়ে সেই সময় হটাৎ kevin de bruyne র গুরুতর নাকের চোট তাঁকে মাঠ ছাড়তে বাধ্য করে। শোনা যাচ্ছে De bruyne র নাকের বাঁদিকের হার ভেঙে গেছে। তিনি কবে সুস্থ হয়ে মাঠে ফিরবেন তা জানতে গোটা ফুটবল বিশ্ব মুখিয়ে রয়েছেন।