করোনা দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের শৃঙ্খল ভাঙতে কেরলে ন'দিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হল
Saturday, May 8 2021, 8:27 am
Key Highlights
রাজ্যগুলিতে নতুন সরকার গড়ে ওঠার পর রাজ্যের করোনা নিয়ন্ত্রণবিধি আরো কঠোর হচ্ছে। বৃহস্পতিবার কেরল সরকারের তরফে ঘোষণা করা হয় ৮ মে শনিবার সকাল ৬টা থেকে শুরু হবে লকডাউন চলবে ১৬ মে পর্যন্ত। এর আগে অফিসে হাজিরা কমানো, পথে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা জারি হয়েছিল সে রাজ্যে। কিন্তু তাতে কাজ না হওয়ায় এবার সম্পূর্ণ লকডাউন জারি করল কেরল সরকার।করোনা দ্বিতীয় ঢেউয়ে মহারাষ্ট্র এবং কর্নাটকের পর সব চেয়ে খারাপ অবস্থা কেরলেই। সেখানে দৈনিক সংক্রমণ এক মাস ধরে বেড়েই চলেছে। সক্রিয় রোগীর সংখ্যাও ৩ লক্ষ ৭৬ হাজারের বেশি। এই কোভিড-সংক্রমণের শৃঙ্খল ভাঙতেই লকডাউন ঘোষণা করা হল বলে জানানো হয়েছে কেরল সরকারের তরফে।
- Related topics -
- দেশ
- কেরল
- করোনা পরিস্থিতি
- কোভিড ১৯
- লকডাউন