Kerala RSS | শিশু বয়সে আরএসএস শাখায় লাগাতার ধর্ষণ! ২৬ বছর বয়সে আত্মহত্যা কেরলের IT কর্মীর

আত্মহত্যার আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট শিডিউল করে রাখেন আনন্দু। সেই পোস্টে আরএসএসের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন ওই যুবক।
শিশুবয়সে যৌন নিগ্রহের শিকার। আত্মহত্যা করলেন কেরলের ২৬ বছর বয়সি তথ্যপ্রযুক্তি কর্মী আনন্দু আজি। সূত্রের খবর, বৃহস্পতিবার তিরুঅনন্তপুরমের একটি লজ থেকে কেরলের কোট্টায়ামের থামাপালাক্কাড়ের বাসিন্দা আনন্দুর দেহ উদ্ধার হয়েছে। তাঁর ইনস্টাগ্রাম পোস্ট সামনে আসতেই অভিযোগের তীর RSS এর দিকে। পোস্টে যুবকের লিখেছেন, মাত্র ৩-৪ বছর বয়স থেকেই RSS শাখায় সংঘের স্বয়ংসেবকরা নিয়মিত তাঁকে যৌন নির্যাতন করতো। অন্য শিশুদেরও একইভাবে যৌন নির্যাতন করা হত। সেই ট্রমা থেকে বেরোতে না পেরেই আত্মহননের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।