দেশ

Kerala | পর্যটনস্থল-বিয়ে বাড়ি, কোনও জায়গাতেই ব্যবহার করা যাবে না সিঙ্গল ইউজ় প্লাস্টিক! কড়া রায় হাইকোর্টের!

Kerala | পর্যটনস্থল-বিয়ে বাড়ি, কোনও জায়গাতেই ব্যবহার করা যাবে না সিঙ্গল ইউজ় প্লাস্টিক! কড়া রায় হাইকোর্টের!
Key Highlights

হোটেল, রেস্তোরাঁ ও কোনও অডিটোরিয়ামেও এই ধরনের প্লাস্টিক সামগ্রী ব্যবহার করা যাবে না বলে নির্দেশ আদালতের।

কেরলে সিঙ্গল ইউজ় প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করলো হাইকোর্ট! পার্বত্য এলাকা এবং জনপ্রিয় পর্যটনস্থলের পরিবেশ যাতে নষ্ট না হয় সে কারণে সম্প্রতি বিচারপতি বেচু কুরিয়ান টমাস ও পি গোপীনাথের ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত রায়ে জানিয়েছে, সিঙ্গল ইউজ় প্লাস্টিক ব্যবহার করা যাবে না। এমনকি কোনও সামাজিক অনুষ্ঠানে প্লাস্টিক ব্যবহারের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হোটেল, রেস্তোরাঁ ও কোনও অডিটোরিয়ামেও এই ধরনের প্লাস্টিক সামগ্রী ব্যবহার করা যাবে না বলে নির্দেশ আদালতের। আগামী ২ অক্টোবর থেকে এই নির্দেশ পালন শুরু হবে