Kerala | ৭ বছরের নাবালিকাকে ধর্ষণ করে ফেরার, মেদিনীপুরের দাঁতন থেকে গ্রেফতার কেরালার অভিযুক্ত

Wednesday, January 14 2026, 5:25 pm
Kerala | ৭ বছরের নাবালিকাকে ধর্ষণ করে ফেরার, মেদিনীপুরের দাঁতন থেকে গ্রেফতার কেরালার অভিযুক্ত
highlightKey Highlights

মঙ্গলবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের দাঁতন এলাকায় এর্নাকুলাম-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেসে থেকে অভিযুক্তকে পাকড়াও করে খড়্গপুর জিআরপি।


গত ১২ জানুয়ারি কেরালার এর্নাকুলাম জেলার কুন্নাথুনাড থানায় ৭ বছরের নাবালিকার উপর অত্যাচারের অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত আবুল হাসান কর্মসূত্রে এর্নাকুলামে থাকতো। অভিযোগ, প্রতিবেশী নাবালিকাকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে সে। কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই থানায় অভিযোগ করে নাবালিকার পরিবার। এলাকা ছেড়ে পালিয়েছিল আবুল। মঙ্গলবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের দাঁতন এলাকায় এর্নাকুলাম ডিব্রুগড় বিবেক এক্সপ্রেসে থেকে তাঁকে পাকড়াও করে খড়্গপুর জিআরপি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File