Kenya । সরকারবিরোধী আন্দোলনে জ্বলছে কেনিয়া! নিহত ৩৯ জন, আহতের সংখ্যা ৩০০-রও বেশি!
মূল্যবৃদ্ধি ও বেকারত্বে জর্জরিত কেনিয়ার সাধারণ মানুষ। যার ফলে গত দিন ১৫ দিন ধরে সরকারবিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠেছে দেশটি।
মূল্যবৃদ্ধি ও বেকারত্বে জর্জরিত কেনিয়ার সাধারণ মানুষ। যার ফলে গত দিন ১৫ দিন ধরে সরকারবিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠেছে দেশটি। বিভিন্ন শহরের প্রায় প্রতিটা রাস্তায় জ্বলছে আগুন। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে সাধারণ মানুষ। প্রতিবাদীদের মধ্যে অধিকাংশই ছিল যুবক-যুবতী। এই কদিনে এখনও পর্যন্ত বিক্ষোভ-প্রতিবাদের জেরে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৯ জন। আহতের সংখ্যা সাড়ে তিনশোর উপরে। অন্যদিকে, পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ৬২৭ জন। এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে কেনিয়ায় থাকা ভারতীয়দের নিয়েও।
- Related topics -
- আন্তর্জাতিক
- কেনিয়া
- বিক্ষোভ