Kazi Nazrul Islam's Grandson injured | অগ্নিদগ্ধ কাজী নজরুল ইসলামের নাতি, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন বার্ন ইউনিটে
গ্যাস লাইটার বিস্ফোরণের কারণে আহত নজরুল ইসলামের নাতি বাবুল কাজী। শনিবার আশঙ্কজনক অবস্থায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল তাঁকে।
শনিবার ঢাকায় নিজের বাসভবনে গ্যাস লাইটার বিস্ফোরণে আহত হয়েছেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী। শনিবার ভোরে ধূমপানের জন্যে লাইটার জ্বালালে লাইটার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় তাঁর শরীরের ৭৪% পুড়ে গিয়েছে, পুড়েছে শ্বাসনালীও। আশংকাজনক অবস্থায় সকাল পৌনে ৭টায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। আইসিইউতে অবস্থার অবনতি ঘটেছে তাঁর। ভেন্টিলেশনে আছেন তিনি। তাঁর জন্যে ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মেডিক্যাল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ।