Kashmir Encounter | কাশ্মীরে জঙ্গি-সেনা গুলির লড়াই, কাঠুয়াতে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বাহিনী

Wednesday, January 7 2026, 3:33 pm
Kashmir Encounter | কাশ্মীরে জঙ্গি-সেনা গুলির লড়াই, কাঠুয়াতে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বাহিনী
highlightKey Highlights

কাঠুয়ার কামাধ নালার কাছে শুরু হয়েছে এনকাউন্টার, অপারেশনে রয়েছে স্পেশাল অপারেশন গ্রুপ।


কাশ্মীরে ফের জঙ্গি দমন অপারেশন শুরু করলো সেনা বাহিনী। সূত্রের খবর, এ দিন বিকেল ৪টে নাগাদ, কামাধ নালা এলাকায় এক সন্দেহভাজন জঙ্গিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দ্রুত সেনাবাহিনীতে খবর দেওয়া হয়। ওই সন্দেহভাজন জঙ্গির খোঁজে সার্চ অপারেশন শুরু করে নিরাপত্তা বাহিনী। সন্ধ্যার দিকে কাহোগ গ্রামে ২ থেকে ৩ জন সন্দেহভাজন জঙ্গির উপস্থিত থাকার খবর মেলে। বুধবার জম্মু পুলিশের আইজি X পোস্টে জানিয়েছেন, কাঠুয়ায় নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে। অপারেশনে রয়েছে স্পেশাল অপারেশন গ্রুপ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File