Kashmir Blast | কাশ্মীরে ফাটলো ফরিদাবাদে বাজেয়াপ্ত করা বিস্ফোরক, নিহত ৯ পুলিশ কর্মী

শুক্রবার রাতে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল সেই বিস্ফোরক পরীক্ষানিরীক্ষা করতে যান। সেসময় আচমকা বিস্ফোরণ ঘটে।
দিলি বিস্ফোরণের তদন্তে নেমে ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করেছিল কাশ্মীর পুলিশ। এই বিস্ফোরক রাখা ছিল জম্মু-কাশ্মীরের নওগাম থানায়। শুক্রবার রাতে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল সেই বিস্ফোরক পরীক্ষানিরীক্ষা করতে যান। সেসময় আচমকা ফেটে যায় ওই বিস্ফোরকের স্তূপ। এঘটনায় অন্তত ৯ জন পুলিশ কর্মী এবং ফরেনসিক কর্তার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত আরও ২৫ জন। আহতদের সেনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
