Kasba Shootout । কসবায় তৃণমূল কাউন্সিলরকে গুলি করে হত্যার চেষ্টা, ধৃত ১
Friday, November 15 2024, 4:46 pm

কসবার তৃণমূল কাউন্সিলারকে গুলি করে খুনের চেষ্টায় ১ জনকে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ।
কলকাতার কসবায় কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টায় এক আততায়ীকে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, আজ সন্ধ্যায় নিজের বসতবাড়ির নিচের তলায় বসেছিলেন কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্তকুমার ঘোষ। হঠাৎই স্কুটিতে চড়ে বাড়ির সামনে আসে দুই যুবক। কাউন্সিলরের দাবি, স্কুটি থেকে নেমেই তাঁর দিকে বন্দুক তাক করে গুলি করে দুই যুবক৷ কিন্তু বন্দুক লক হয়ে যাওয়ায় গুলি বেরোয়নি৷ ঘটনাস্থল থেকে এক আততায়ীকে গ্রেপ্তার করা হয়।
- Related topics -
- হত্যার চেষ্টা
- খুনের চেষ্টা
- খুন
- গুলি বর্ষণ
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল কর্মী
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূলের পার্টি অফিস
- রাজ্য
- রাজ্য সরকার
- কসবা
- শহর কলকাতা
- কলকাতা পুলিশ
- পুলিশ
- আজকের খবর
- পশ্চিমবঙ্গ