Kasba Rape Case | ওঠে র্যাগিং-যৌন হেনস্থা-শারীরিক নিগ্রহর মতো অভিযোগ! তাও মনোজিৎকে বারবার 'রক্ষা' করে কলেজেরই জিবি!
Friday, July 18 2025, 7:25 am

কসবার আইন কলেজে তরুণীকে গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত ধৃত টিএমসিপি নেতা তথা কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্রকে আশ্রয় এবং প্রশ্রয় দিয়েছিল ওই শিক্ষা প্রতিষ্ঠানেরই পরিচালন সমিতি বা জিবি!
কসবার আইন কলেজে তরুণীকে গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত ধৃত টিএমসিপি নেতা তথা কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্রকে আশ্রয় এবং প্রশ্রয় দিয়েছিল ওই শিক্ষা প্রতিষ্ঠানেরই পরিচালন সমিতি বা জিবি! তদন্তকারীরা জানতে পেরেছেন, নানা সময়ে একাধিক মারাত্মক অভিযোগ জমা পড়লেও একটি অভিযোগ নিয়েও মনোজিৎ এবং তার গ্যাংয়ের বিরুদ্ধে ন্যূনতম পদক্ষেপ করেনি জিবি। মনোজিতের বিরুদ্ধে র্যাগিং, যৌন হেনস্থা, শারীরিক নিগ্রহ, হুমকির মতো একাধিক অভিযোগ উঠলেও জিবির তরফে সেটাকে ‘ডেফার্ড’ করা হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- কসবা
- ক্রাইম
- ধর্ষণ
- গণধর্ষণ