Kasba Rape Case | কসবা গণধর্ষণ মামলায় দোষী মনোজিৎই, ৬৫০ পাতার চার্জশিট পেশ করে জানালো পুলিশ

শনিবার আলিপুর আদালতে ৬৫০ পাতার চার্জশিট জমা পড়েছে। তাতে মূল অভিযোগ হিসেবে নাম রয়েছে মনোজিৎ মিশ্র-সহ চারজনের।
কসবা গণধর্ষণ মামলায় গুরুত্বপূর্ন মোড়। তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় আলিপুর আদালতে ৬৫০ পাতার চার্জশিট জমা দিলো পুলিশ। চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে রয়েছে মনোজিৎ মিশ্র সহ প্রমিত মুখোপাধ্যায়, জেব আহমেদ এবং কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের নাম। এই চারজনের বিরুদ্ধে চার্জশিটে গণধর্ষণ, আটকে রেখে প্রাণে মেরে রাখার হুমকি, মোবাইল ফোনে ব্ল্যাকমেল করার জন্য রেকর্ডিং, এসব ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে। সূত্রের খবর, চার্জশিটে ৮০ জনের সাক্ষ্যগ্রহণের উল্লেখ রয়েছে। রয়েছে ডিএনএ ও ফরেনসিক রিপোর্ট।
- Related topics -
- শহর কলকাতা
- কসবা
- আইন
- আইনজীবী
- গণধর্ষণ
- পুলিশ প্রশাসন
- পুলিশ