বলিউডের ট্রেন্ডে গা ভাসালেন কার্তিক, একধাক্কায় পারিশ্রমিক বাড়িয়ে দিলেন কয়েকগুণ!
Wednesday, November 3 2021, 6:16 am
Key Highlightsসদ্য মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের সাথে অভিনেত্রী কৃতী স্যাননের নতুন ছবি 'Hum Do Hamare Do'। সাজিদ নাদিয়াওয়ালা প্রযোজিত সামির বিদ্বান-এর রোম্যান্টিক কমেডি ছবিতে অভিনেত্রী কিয়ার আডবাণীর সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন কার্তিক। এই ছবির বাজেট সীমিত থাকার কারণে ১৫ কোটি টাকার নামমাত্র পারিশ্রমিকে কাজ করতে রাজি ছিলেন কার্তিক। কিন্তু নিজেকে প্রিমিয়াম অভিনেতা প্রমাণ করার দিকে প্রথম পদক্ষেপে একধাক্কায় পারিশ্রমিক বাড়িয়ে দিলেন তিনি। জানা যাচ্ছে, Ala Vaikunthapuramlooর হিন্দি রিমেক Shehzada ছবির জন্য ২১ কোটি টাকার পারিশ্রমিক দাবি করেছেন কার্তিক আরিয়ান।