Bengaluru Stampede | পদপিষ্টের ঘটনার পুরো দায় RCBর ওপর চাপালো কর্ণাটক সরকার! দলের সঙ্গে বিপাকে বিরাটও!

হাইকোর্টে পদপিষ্টর ঘটনার রিপোর্ট জমা দিয়েছে কর্নাটক সরকার। তাতে দেখা যায়, কর্নাটক সরকার পুরো ঘটনায় সব দায় চাপিয়েছে আরসিবির উপর।
বেঙ্গালুরুর পদপিষ্ট কাণ্ড নিয়ে আরও চাপে আরসিবি! হাইকোর্টে পদপিষ্টর ঘটনার রিপোর্ট জমা দিয়েছে কর্নাটক সরকার। তাতে দেখা যায়, কর্নাটক সরকার পুরো ঘটনায় সব দায় চাপিয়েছে আরসিবির উপর। সিদ্দারামাইয়ার সরকারের দাবি, পুলিশ চেয়েছিল ৯ জুন গোটা অনুষ্ঠানটি করতে। কিন্তু পুলিশ বা প্রশাসনের অনুমতি ছাড়াই এত বড় অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছিল আরসিবি। সোশাল মিডিয়াতেও সেই নিয়ে পোস্ট করা হয়। এমনকি সোশ্যাল মিডিয়ায় বিরাটকেও দেখা গিয়েছে সমর্থকদের আমন্ত্রণ জানাতে। যেহেতু সময় কম ছিল, তাই পুলিশ পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারেনি।