KC Birendra | বেটিং কেলেঙ্কারির অভিযোগে ED-র জালে কংগ্রেস বিধায়ক! বাড়ি থেকে উদ্ধার ১২ কোটি নগদ, ৬ কোটির সোনা
Saturday, August 23 2025, 2:06 pm
Key Highlightsবেটিং কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে কর্নাটকের কংগ্রেস বিধায়ক কেসি বীরেন্দ্রকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।
অনলাইন বেটিং চক্র চালানোর অভিযোগে ইডির হাতে গ্রেপ্তার হলেন কর্নাটকের কংগ্রেস বিধায়ক কেসি বীরেন্দ্র। শুক্রবার বীরেন্দ্রর ৩০টি ডেরায় একযোগে তল্লাশি চালিয়ে প্রায় ১২ কোটি টাকা নগদ, ৬ কোটি টাকার সোনার গয়না, ১০ কেজির রুপোর জিনিসপত্র এবং চারটি গাড়ি সহ বৈদেশিক মুদ্রা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ED সূত্রে খবর, বীরেন্দ্রর ভাই কেসি থিপ্পেস্বামী এবং বীরেন্দ্রর ছেলে পৃথ্বী এন রাজ গোয়ার ৫টি ক্যাসিনো এবং গেমিং ব্যবসা সামলাতেন। বীরেন্দ্রর একাধিক অনলাইন বেটিং সাইটও রয়েছে বলে দাবি তদন্তকারীদের।

