Karnataka | মহিলা কর্মীদের জন্য চালু সবেতন ‘মেনস্ট্রুয়েশন লিভ’, প্রস্তাব পাশ কর্নাটক মন্ত্রিসভায়
Thursday, October 9 2025, 3:09 pm

‘পিরিয়ড’ ট্যাবু কাটিয়ে মাসে একদিন করে মহিলাদের সবেতন ‘মেনস্ট্রুয়েশন লিভ’-এর প্রস্তাব অনুমোদন করল সিদ্ধারামাইয়া সরকার।
মহিলাদের পিরিয়ডের যন্ত্রণা ও অস্বস্তি থেকে মুক্তি দিতে যুগান্তকারী সিদ্ধান্ত কর্নাটকের সিদ্ধারামাইয়া সরকারের। বৃহস্পতিবার কর্নাটকের মন্ত্রিসভায় পাশ হয়েছে মেন্সট্রুয়াল লিভ পলিসি, ২০২৫। এই পলিসিতে এ বার থেকে মাসে একদিন করে ‘পিরিয়ড’এর জন্য সবেতন ছুটি নিতে পারবেন কর্নাটকের চাকুরিজীবী মহিলারা। এই নিয়ম প্রযোজ্য হবে কর্নাটকের সকল সরকারি, বেসরকারি দপ্তর, বহুজাতিক সংস্থা, তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের জন্যে। সরকারের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন কমপক্ষে ৬০ লক্ষ মহিলা চাকুরিজীবী।