দ্বিতীয়বার বেবি বাম্প নিয়ে মাতৃত্ব পোশাকে ক্যামেরা বন্দি হলেন করিনা কাপুর খান !
Tuesday, November 10 2020, 10:24 am
Key Highlightsবেবো বেগম এবার দখল করে নিচ্ছেন পেজ থ্রির পাতা। দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি। কিন্তু তার জন্য তাঁর ত্বক, সৌন্দর্য্য বা পোশাক-পরিচ্ছদে কোনো পরিবর্তন ঘটেনি ; বরং তিনি আরও ফ্যাশনেবল হয়ে উঠেছেন। বেবি বাম্প নিয়ে বারংবার ধরা দিচ্ছেন ক্যামেরার লেন্সে। কখনো সাদা আবার কখনো নিওন রং, মাতৃত্ব পোশাকে সেজে উঠেছেন তিনি। লাল সিং চাড্ডার শ্যুটিং শেষ করে বর্তমানে বিভিন্ন ফটোশুট নিয়ে ব্যস্ত রয়েছেন ফ্যাশনিস্তা কারিনা কাপুর খান।
- Related topics -
- সেলিব্রিটি
- কারিনা কাপুর খান
- শিশুর বাম্প

