আন্তর্জাতিক

Emergency Movie Banned in Bangladesh | কঙ্গনার 'এমার্জেন্সি' চলবে না বাংলাদেশে, নিষিদ্ধের দাবি তুললো পড়শী দেশ

Emergency Movie Banned in Bangladesh | কঙ্গনার 'এমার্জেন্সি' চলবে না বাংলাদেশে, নিষিদ্ধের দাবি তুললো পড়শী দেশ
Key Highlights

এবার বাংলাদেশে (Bangladesh) নিষিদ্ধ করা হল এমার্জেন্সি (Emergency)। কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) নয়া ছবি এমার্জেন্সির স্ক্রিনিং বাংলাদেশে হবে না বলে জানানো হয়েছে।

এবার বাংলাদেশে (Bangladesh) নিষিদ্ধ করা হল কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) নয়া ছবি এমার্জেন্সি (Emergency)। এমার্জেন্সির স্ক্রিনিংও বাংলাদেশে হবে না বলে জানিয়েছে সে দেশের কর্মকর্তারা। ইন্দিরা গান্ধীর শাসনকালে ১৯৭৫ সালে ভারতে জরুরি অবস্থা জারি করা হয়। তা নিয়েই বানানো হয়েছে সিনেমাটি। তবে সিনেমার বিষয়বস্তুর জন্যে নয় , দুই দেশের পারস্পরিক সম্পর্কের টালমাটাল অবস্থার জন্যেই সিনেমাটি বাংলাদেশে নিষিদ্ধ করা হলো। প্রসঙ্গত, বাংলাদেশের হয়ে পাক সেনাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছিলেন ইন্দিরা গান্ধী।