টুইটার কর্তৃপক্ষকে হুমকি কঙ্গনার, এ বার থেকে কুঅ্যাপ ব্যবহার করার সিদ্ধান্ত নিচ্ছেন তিনি
Wednesday, February 10 2021, 3:51 pm
Key Highlightsটুইটার কর্তৃপক্ষকে জোর ধমক দিলেন কঙ্গনা রানাউত। অভিনেত্রীর দাবি, ‘আমার টুইটার অ্যাকাউন্টে নজরদারি চালানোর অধিকার তাদের কে দিয়েছে!’ ঘটনার সূত্রপাত, টুইটারের সতর্কবাণী। এক সপ্তাহ ধরে ভারতের কৃষক আন্দোলন নিয়ে আন্তর্জাতিক তারকা বনাম ভারতীয় তারকাদের টুইট-যুদ্ধ লেগে রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে কঙ্গনার দু’টি টুইট সরিয়ে ফেলে টুইটার কর্তৃপক্ষ। কঙ্গনার টুইটার অ্যাকাউন্টে টুইটারের কেবল দু’টি নোটিস নজরে এসেছিল। ফের একটি টুইট করে হুমকি দিয়ে জানিয়েছেন, ‘তোমাদের দিন শেষ টুইটার। এ বার থেকে কুঅ্যাপ ব্যবহার করবে সবাই। আমি আমার অ্যাকাউন্টের সমস্ত তথ্য সকলকে দিয়ে দেব। দেশের জিনিস ব্যবহার করতে খুব উত্তেজিত তিনি।’
- Related topics -
- সেলিব্রিটি
- বলিউড
- কঙ্কনা রানাউত
- টুইটার

