'এই কারণে বলিউডকে নর্দমা বলি', রাজের পর্নোগ্রাফির অভিযোগে দাবি কঙ্গনার
Wednesday, July 21 2021, 6:38 am
Key Highlightsগত সোমবার পর্নোগ্রাফির অভিযোগে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের প্রপার্টি সেলের তৎপরতায় গ্রেফতার করা হয়। এই মর্মে বলিউডের আরও এক অভিনেত্রী কঙ্গনা রানাউত বেজায় চটে গিয়ে বলেছেন, "যা কিছু চকচক করে সবই যে সোনা হয় না, তা আরও একবার প্রমাণিত। ঠিক এই কারণেই আমি বলিউড ইন্ডাস্ট্রিকে নর্দমা বলি। আমি প্রমিস করছি আমার আগামী প্রোডাকশন Tiku Weds Sheru-তে বলিউডের নোংরামি ফাঁস করে দেব।"