ফের শিরোনামে! বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন কঙ্গনা রানাওয়াত
Tuesday, June 15 2021, 7:17 am
Key Highlightsঅভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের পাসপোর্টের মেয়াদ আগামী ১৫ই সেপ্টেম্বর শেষ হতে চলেছে। অন্যদিকে সেই সময় তিনি সিনেমার শুটিংয়ের কারণে ভিন্ন দেশে থাকবেন। তাই অভিনেত্রী পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার আগেই রিনিউ করতে চান। তাঁর বিরুদ্ধে যেহেতু FIR আছে, তাই তাঁর এই ইচ্ছাতে বাধা হয়ে দাঁড়িয়েছে রিজিওনাল পাসপোর্ট অফিস। এবিষয়ে পাসপোর্ট অফিস তাঁকে জানিয়েছে, 'পাসপোর্ট রিনিউ করাতে হলে তাঁকে আদালতের ছাড়পত্র নিয়ে আসতে হবে।' সেই কারণে আইনজীবী রিজওয়ান সিদ্দিকিকে নিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কঙ্গনা।