Kane Williamson | T20 বিশ্বকাপের ৪ মাস আগেই অবসর ঘোষণা উইলিয়ামসনের! জোর ধাক্কা কিউয়ি শিবিরে
Sunday, November 2 2025, 2:02 pm
Key Highlightsটি-টোয়েন্টি বিশ্বকাপের চার মাস আগে এই ফরম্যাট থেকে অবসর ঘোষণা করলেন তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন।
টি-টোয়েন্টি সিরিজ়ের দল ঘোষণার আগেই এই ফরম্যাট থেকে অবসর ঘোষণা করলেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন। বিশ্বকাপের চার মাস আগে এই অবসরে জোর ধাক্কা কিউয়ি শিবিরে। যদিও ৩৫ বছর বয়সি এই তারকা জানিয়েছেন ODI ও টেস্ট ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন তিনি। কুড়ি ওভারের ফরম্যাটে নিউ জ়িল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রানপ্রাপক উইলিয়ামসন। নিজের ক্রিকেট কেরিয়ারে ৯৩ ম্যাচে করেছেন ২৫৭৫ রান। ঝুলিতে রয়েছে ১৮টি হাফ সেঞ্চুরি। দলকে নেতৃত্ব দিয়েছেন ৭৫টি ম্যাচে। ২০১৬ ও ২০২২ সালে খেলেছে সেমি ফাইনাল। ২০২১ এ খেলেছেন ফাইনালও।

