Kanchankanya Express । খোলা রেলগেট,অথচ সবুজ সিগন্যাল! বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল কাঞ্চনকন্যা এক্সপ্রেস!
Wednesday, July 3 2024, 7:57 am
Key Highlightsমালবাজারের কাছে খোলা ছিল রেলগেট। অথচ সিগন্যাল ছিল সবুজ। এদিকে দ্রুত গতিতে ছুটে আসছিল এক্সপ্রেসটি।
বরাতজোরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কাঞ্চনকন্যা এক্সপ্রেস! মালবাজারের কাছে খোলা ছিল রেলগেট। অথচ সিগন্যাল ছিল সবুজ। এদিকে দ্রুত গতিতে ছুটে আসছিল এক্সপ্রেসটি। জানা গিয়েছে, সেই সময় রেলগেট খোলা থাকায় পারাপার করছিল ছোট গাড়ি, মানুষজন। কাছাকাছি আসতে তৎক্ষণাৎ এমারজেন্সি ব্রেক কষেন চালক। তাতেই বড় দুর্ঘটনা থেকে রক্ষা হয়। উল্লেখ্য, ১৭ জুন ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। প্রাণ গিয়েছিল বহু যাত্রীর। সেই দুর্ঘটনার ক্ষত মেটার আগেই ফের দুর্ঘটনার মুখে পড়তে চলেছিল আরেক এক্সপ্রেস।
- Related topics -
- রাজ্য
- মালবাজার
- ট্রেন
- ভারতীয় রেল
- পশ্চিমবঙ্গ

