Kanchan Mullick | ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক! বিয়ের আটমাসের মধ্যে কন্যা সন্তানের জন্ম দিলেন শ্রীময়ী
Saturday, November 2 2024, 5:29 pm
 Key Highlights
Key Highlightsএতদিন সন্তান সম্ভাবনার কথা কাউকেই জানাননি তারা। এই প্রসঙ্গে অভিনেতা তথা বিধায়ক বললেন, 'বুঝতেই পারছেন বাঙালি পরিবার, অনেক কিছু নিয়ম মানতে হয়।'
ফের বাবা হলেন টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক। জানা গিয়েছে, কন্যা সন্তান হয়েছে অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের। এতদিন সন্তান সম্ভাবনার কথা কাউকেই জানাননি তারা। এই প্রসঙ্গে অভিনেতা তথা বিধায়ক বললেন, 'বুঝতেই পারছেন বাঙালি পরিবার, অনেক কিছু নিয়ম মানতে হয়।' প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সেরেছিলেন এই যুগল। তৃতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসেন কাঞ্চন। এরপর বেশ সময় ধরে কটাক্ষের মুখে পড়তে হয় তাদের। তবে বিয়ের আট মাসের মধ্যেই দুই থেকে তিন হলেন তাঁরা।

 
 