প্রতিরক্ষা

রুশ আগ্রাসন রুখতে ইউক্রেনের হাতে ‘কামিকাজে ড্রোন’, জেনে নিন এর বিশেষত্ব

রুশ আগ্রাসন রুখতে ইউক্রেনের হাতে ‘কামিকাজে ড্রোন’, জেনে নিন এর বিশেষত্ব
Key Highlights

বিশ্বে সামরিক অস্ত্রের ইতিহাসে নবতম সংযোজন হল ড্রোন। এমন কিছু ড্রোন আছে যা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আবার বেশকিছু ড্রোন ক্ষেপণাস্ত্র হিসেবেই কাজ করে।

 সামরিক অস্ত্রের ইতিহাসে বর্তমানে নতুন সংযোজিত অস্ত্র হল ড্রোন। যেসকল ড্রোন গুলি  নিজেই ক্ষেপণাস্ত্র হিসেবে কাজ করে সেই সকল ড্রোনগুলিকে ‘কামিকাজে’ বা আত্মঘাতী ড্রোন বলা হয়। 

‘কামিকাজে’ বা আত্মঘাতী ড্রোনগুলি ‘সুইচব্লেড ড্রোন’ নামেও পরিচিত

কিভ-ক্রেমলিন সংঘাতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করার জন্য আমেরিকা সম্প্রতি এই আত্মঘাতী ড্রোনগুলি ইউক্রেনকে সরবরাহ করেছে। এই আত্মঘাতী ড্রোনগুলি ‘সুইচব্লেড ড্রোন’ নামে ও পরিচিত। উড়ান শুরু করার সময় এদের ডানাগুলি ব্লেডের মতো বেরিয়ে আসে বলে এগুলিকে ‘সুইচব্লেড ড্রোন’ বলা হয়।

লক্ষ্যবস্তুকে সরাসরি আঘাত হানতে সক্ষম এই আত্মঘাতী ‘কামিকাজে ড্রোন’। এছাড়াও একটি ট্যাঙ্ক মুহূর্তে গুঁড়িয়ে দিতে বা শত্রু সেনাবাহিনীর একটি দল নিমিষের মধ্যে খতম করতে সক্ষম এই ড্রোন। এক বারই ব্যবহারযোগ্য এই ড্রোনগুলি আমেরিকার অন্য ড্রোনগুলির তুলনায় অনেকটাই সস্তা।