Vinod Kambli | মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে কাম্বলির! প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের আজীবনের চিকিৎসা বিনামূল্যে করবে হাসপাতাল
Tuesday, December 24 2024, 8:40 am
Key Highlightsমস্তিষ্কের রক্ত জমাটের কারণে হাসপাতালে ভর্তি সাবেক ক্রিকেটার বিনোদ কাম্বলি। তার সুস্থতা কামনায় অনেকে এগিয়ে এসেছেন।
হাসপাতালে ভর্তি ভারতের প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, কাম্বলির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। এছাড়াও প্রাক্তন ক্রিকেটার নিজে জানিয়েছেন, প্রস্রাবের সংক্রমণে ভুগছেন তিনি। ইতিমধ্যে কাম্বলির শারীরিক অবস্থা নিয়ে একাধিক পরীক্ষা হয়। তখনই ধরা পড়ে, তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে। প্রসঙ্গত, ওই হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয়, কাম্বলির আজীবনের চিকিৎসা বিনামূল্যে করা হবে। কাম্বলি নিজে বলছেন, “আমি ডাক্তারদের জন্যই বেঁচে আছি। তাঁরা আমাকে যা বলবেন, তাই করব।”
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেটার

