Jayant Singh | আড়িয়াদহের ‘ত্রাস’ জয়ন্ত সিংয়ের সাদা অট্টালিকা ভাঙতে ই-টেন্ডারের ডাক কামারহাটি পুরসভার
Saturday, May 31 2025, 3:53 pm
Key Highlights৪ সপ্তাহের মধ্যে বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। নির্দেশ কার্যকর করতে দক্ষ এজেন্সির খোঁজে ই টেন্ডার ডাকা হয়েছে বলে সূত্রের খবর।
গত বছর কামারহাটিতে এক মারধরের ঘটনায় প্রকাশ্যে আসে জয়ন্ত সিংয়ের নাম। তারপর তৃণমূলের দাপুটে নেতার একের পর এক কুকীর্তি সামনে আস্তে থাকে। গ্রেপ্তার করা হয় তাঁকে। এবার জয়ন্ত সিংহের প্রাসাদোপম বাড়ি ভাঙার টেন্ডার ডাকলো কামারহাটি পুরসভা। উল্লেখ্য, আড়িয়াদহের মৌসুমী মোড়ের কাছে জমি দখল করে ও পুকুরের একাংশ ভরাট করে প্রাসাদোপম জিপ্লাস থ্রি বাড়ি তৈরী করেছিল জয়ন্ত। ৪ সপ্তাহের মধ্যে বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। নির্দেশ কার্যকর করতে দক্ষ এজেন্সির খোঁজে ই টেন্ডার ডাকা হয়েছে বলে সূত্রের খবর।

 